সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কি কি অছিলায় চার্জ কাটে – যেগুলো ব্যাংকের লোকেরা আপনাকে কোনোদিনও বলবে না
ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে ব্যাংকগুলো পদে পদে কত রকম বাহানায় কতশত চার্জ যে কেটে নেয় আমাদের অজান্তে সে ব্যাপারে না জানলে কিন্তু ব্যাংকগুলো চার্জের বাঁশ দিতে দিতে আপনার অ্যাকাউন্ট টাকে বাঁশ বাগান বানিয়ে দেবে।